বাউফলে জমে উঠেছে কোরবানীর পশুর হাট

বাউফলে জমে উঠেছে কোরবানীর পশুর হাট

দেলোয়ার হোসেন, বাউফল:
ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েক দিন। দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখরিত হয়ে জমে উঠেছে দক্ষিণাঞ্চলের বৃহৎ পটুয়াখালীর বাউফলের ‘কালাইয়া পশুর হাট’। তবে সকাল থেকে থেমে থেমে বৃষ্টিতে ভোগান্তির শিকার হাটে আসা মানুষ। বৃষ্টি উপক্ষো করেই চলছে বেচাকেনা। মাঠে কাঁদা-পানি জমায় দুর্ভোগের সৃষ্টি হয়েছে।
হাট ইজারাদার সূত্র জানায়, ৫ একর জমির ওপর অবস্থিত প্রায় ৪শ বছরের পুরনো  ঐহিত্যবাহী কালাইয়া গরু মহিষের হাট। সাপ্তাহিক  এ হাটে দেশের দক্ষিণের জেলা ভোলার লালমোহন, বোরহানউদ্দিন, দৌলতাখান,চরফ্যাশন,চরকলমী,চরকুকরী,পটুয়াখালীর রাঙ্গাবালী,গলাচিপা,দশমিনা,দুমকি,চরকাজলসহ বিভিন্ন প্রান্ত থেকে গরু মহিষ বিক্রি করতে নিয়ে আসেন ফড়িয়ারা। এসব গরু ঢাকা, শরিয়তপুর,চাঁদপুর,লক্ষীপুর,চট্রগ্রাম,ফরিদপুর অঞ্চল থেকে ব্যবসায়ীরা আসেন গরু কিনতে। আসন্ন কোরবানি উপলক্ষে পশু ও ক্রেতা-বিক্রেতা বেশি আসেন।
গতকাল সোমবার কালাইয়া হাটে সরেজমিনে দেখা যায়, বিশাল হাট জুড়ে ক্রেতা বিক্রেতার উপছে পড়া ভিড়। বৃষ্টি অপেক্ষা করে চলছে বেচা-কেনা। ৫ লাখ থেকে শুরু করে ৫০ হাজার টাকা দামে কোরবানির পশু বিক্রি হচ্ছে। দুরদুরান্ত থেকে আসা ব্যবসায়ীরা পছন্দের পশু কিনে ট্রাক, টমটম ও নৌযানে করে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছেন। হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা দিতে কাজ করছেন  গ্রাম পুলিশ, নৌ পুলিশ, পুলিশ ও হাট ইজারাদার কমিটির স্বেচ্ছাসেবক টিম।
ভোলার চরকলমী থেকে গরু বিক্রি করতে আসা মো. মোজ্জামেল ব্যাপারী বলেন,গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে গরুর দাম তুলনামুলক কম। গত হাটে যে গরু ছিল ৮০ হাজার, এ হাটে তা ৭০ থেকে ৭৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। গরু প্রতি ৫ থেকে ১০ হাজার টাকা কম। একই কথা জানান স্থানীয় কৃষক মো. নেছার উদ্দিন। তিনি বলেন,গত সপ্তাহে গরুর দাম বলছিল ৯০হাজার। বিক্রি করিনি। এসপ্তাহে দাম উঠছে ৮০হাজার।
মো.সাকিব নামের এক ক্রেতা জানান, বৃষ্টির কারনে অনেকটা দুর্ভোগের সৃষ্টি হয়েছে। এছাড়াও ব্যবসাীরা সিন্ডিকেট করে পশুর দাম বেশি হাকাচ্ছেন।
কালাইয়া হাট ইজারাদার ও কালাইয়া ইউপি চেয়ারম্যান এস.এম ফয়সাল আহম্মেদ জানান, ক্রেতা-বিক্রেতার সবধরনের নিরাপত্তা দিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসনের পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবক টিমও কাজ করছেন। এছাড়াও পুরো হাট সিসি টিভি ক্যামেরার আওতায় রয়েছে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক বলেন, উপজেলায় কোরবানি উপলক্ষে ১৫টি পশুর হাট বসেছে। হাটে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়ন করা হয়েছে। কালাইয়া হাট দক্ষিণাঞ্চলের মধ্যে বড় হাট হওয়ায় সেখানে অতিরিক্ত পুলিশ কাজ করছেন।
বাউফল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পার্থ সারথি জানান, উপজেলায় এবছর কোরবানি উপযোগী পশুর সংখ্যা প্রায় ৩০ হাজার। চাহিদার চেয়ে প্রায় ৭ হাজার বেশি। বিভিন্ন হাটে এসব পশু বিক্রি হচ্ছে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে হাটে পশু আসছে। গবাদি পশুর স¦াস্থ্য সেবা দিতে হাটগুলোতে তিন সদস্যের মেডিকেল টিম কাজ করছে।